Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

প্রত্যন্ত অঞ্চলের অসচেতন বিশাল জনগোষ্ঠী যারা শিক্ষা, স্বাস্থ্য. স্যানিটেশন, বাল্য বিবাহ, যৌতুক, জন্মনিয়ন্ত্রন ও জন্মনিবন্ধন, নিরাপদ মাতৃত্ব, শিশুর টিকা, এইচ আইভি এইডস, নারী পুরুষের বৈষম্য, মাদকের অপব্যবহার, আত্ন কর্মসংস্থান সৃষ্টি, বৃক্ষরোপন, মৎস্য চাষ, হাস-মোরগ ও গবাদি পশু পালন এবং সরকারের নানামুখী উন্নয়ন বিষয়ে জনগনকে সচেতন করা হয়।

সচেতন করার পদ্ধতি ও কৌশল: ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার, মহিলা সমাবেশ, কমিউনিটি সভা, রেলী, শিশু কিশোর ও নারী মেলা, খন্ড সমাবেশ, উদ্বুদ্ধকরন লোক সংগীত, আলোচনা সভা ও উঠান বৈঠক, কথ্মালা প্রচার(মাইকিং), পোষ্ঠার পুস্তিকা ও লিফলেট বিতরন ও স্থাপন, পিএই কভারেজ স্থাপন, অশ্লীলতা বন্ধে সিনেমা হল পরিদর্শ‌ন ও রেন্টাল আদায়, জনমত প্রতিবেদন।